মোবাইল নং : ০১৭১০৩৪১৪৬১

কানাইঘাট পৌরসভা

0

0

স্বাগত বক্তব্য

কানাইঘাট পৌরসভা একটি নবগঠিত ‌"‌‌‍খ" শ্রেণীর পৌরসভা।কানাইঘাট পৌরসভাটি বিগত ২৫/১০/২০০৫ইং তারিখ হইতে প্রতিষ্ঠালাভের পর হইতে মাত্র ০৬ জন কর্মকর্তা নিয়ে পৌরসভার যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।ইতিমধ্যে পৌরসভার লোকবল বৃদ্ধির লক্ষ্যে ছাড়পত্র চাহিয়া মন্ত্রনালয়ে আবেদন প্রেরণ করা হয়েছে।ছাড়পত্র পাওয়া গেলে লোকবল বৃদ্ধি করা হইলে এলাকার জনগনের সেবা আরও দ্রুত এবং দক্ষতার সাথে প্রদান করা সম্ভব হইবে।লোক বলের অভাবে পৌরসভা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।পৌরসভার অভ্যন্তরে কয়েকটি ডোবা,বিল,খেয়াঘাট,ব্রীজ ইত্যাদি পৌরসভাকে হস্তান্তর করা হইলে পৌরসভাকে হস্তান্তর করা হইলে পৌরসভার রাজস্ব বৃদ্ধি পাইবে এবং জনগনকে আরও সেবা প্রদানে সচেষ্ট হইবে।আশা করছি অচিরেই লোকবল নিয়োগের মাধ্যমে পৌরসভাকে একটি সম্বৃদ্ধসালী পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং "খ" শ্রেনী হইতে হইতে "ক"শ্রেণীতে উন্নীত করা সম্ভব হইবে।এ ব্যপারে আল্লাহ রাব্বুল আল আমীনের নিকট এবং সংশ্লিষ্ঠ সকলসহ মহলের সহযোগীতা কামনা করছি।